জেলেরা ধরল বিলুপ্ত হাঙর
নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডট কম
বঙ্গোপসাগরে বরগুনায় জেলেদের জালে ধরা পড়ে বিলুপ্তপ্রায় করাতি হাঙর।
মঙ্গলবার বিকেলে সাগরে ধরা পড়া এই হাঙরটির ওজন প্রায় ১২ মণ। বৃহস্পতিবার সকালে হাঙরটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।
বুধবার রাতে জেলেরা সাগর থেকে ফেরার পর বরগুনা মৎস্য বাজারের ‘সাগর ফিস মৎস্য আড়তের’ মালিক পান্না মাতুব্বর ৪ লাখ টাকা দিয়ে হাঙরটি কিনে নেন।
তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মাছটি ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস বলেন, “এ প্রজাতির হাঙর প্রায় বিলুপ্তির পথে। তবে স্থানীয়ভাবে এটিকে ‘খটক মাছও’ বলা হয়। এই মাছ খেতে খুবই সুস্বাদু।”
প্রতিক্ষণ/এডি/ইকবাল