জ্বলছে যুক্তরাষ্ট্র!

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

california

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রয়টার্সের খবরে বলা হয়, বর্তমানে দাবানলে জ্বলছে দেশটির ১০টি অঙ্গরাজ্য। এতে প্রায় ১৩ লাখ একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে।

রাজধানী ওয়াশিংটনে দাবানল ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।দাবানল মোকাবিলায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০ হাজারেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী মাঠে নেমেছে।

এদিকে আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের ফায়ার সার্ভিস কর্মী পাঠিয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তিন অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছে। এ ছাড়া দাবানল ঠেকাতে ওয়াশিংটনে ত্রাণ সরবরাহে কেন্দ্রীয় তহবিল ঘোষণা করেছেন ওবামা।

দেশটির ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) জানিয়েছে, ওয়াশিংটনসহ অন্যান্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য থেকে অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G