জয়পুরহাটে কৃষক মাঠ দিবস পালিত
তোহা আলম প্রিন্স, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কৃষকদের মাঠ দিবস এবং ব্রি-ধান-২৮ এর রিপার যন্ত্রের প্রদর্শণী পালিত হয়েছে।
আজ সোমবার পাঁচবিবির পাটাবুকা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রিপার যন্ত্রের দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা। সরকার ভুর্তুকির মাধ্যমে কৃষককে অর্ধেক মূল্যে ৮৫ হাজার টাকায় এই যন্ত্র সরবরাহ করছেন। এই যন্ত্রের মাধ্যমে ধান কাটা হয় অল্প সময়ে। এতে কৃষকের খরচ হয় কম। সময়ও বাঁচে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন প্রামাণিক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মাহাবুব রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য জহুরুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী আলমগির হোসেন, প্রান্তিক কৃষক মোঃ আজিজার রহমান এবং আমিনুর রহমান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/সাই