জয়ের কথাই ভাবছি আমরা – তাসকিন

প্রথম প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ভারত আর আইসিসির ন্যাক্কার জনক ঘটনায় ৫ রানে হারের পর বাংলাদেশ একটা দিন মানসিক ভাবে নিজেদের গুছিয়ে দিতে পার করেছে গতকাল।  কোন অনুশীলন করেনি বাংলাদেশ বৃহস্পতিবার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝাঁলিয়ে নিয়েছে।

আজ এ্যাডিলিডে অনুশীলন পর্ব ভাল ভাবেই শেষ করেছে বাংলাদেশ দল। অনুশীল শেষে দলের এই সময়ের সেরা পেস তারকা তাসকিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেন। জানিয়ে দিলেন প্রতিদিনই বাংলাদেশ টি২০ ম্যাচে উৃন্নতি করছে। তাসকিন বলেন, আমরা বড় কোন টিম হয়ে যাইনি। তবে আমরা উন্নতি করছি। যা হয়ে গেছে সেটা চিন্তা করে আগামী দিন খারাপ করার মানে নেই। আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করেছিলাম। সে মোতাবেকই আমরা এগিয়ে যাচ্ছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব। জয়ের কথাই ভাবছি আমরা।’

উল্লেখ, বাংলাদেশ টি২০ বিশ্বকাপে বি গ্রুপে ৪ নম্বর দল, ৪ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ৬ নভেম্বর বাংলাদেশ রোববার পাকিস্তানের বিপক্ষে খেলবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G