জয়ের হুমকির পরোয়া করি না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৪:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dr kamalফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দেওয়া প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দেশদ্রোহী মামলার ‘হুমকির’ পরোয়া করেন না বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার দুপুরে রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে দলের বর্ধিত সভায় সভাপতির ভাষণে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ওর মতো মানুষের মুখে এটা শোভা পায় না। ও বাচ্চা ছেলের মতো কথা বলেছে। কিছু না জেনেই কথা বলেছে।’

বাংলাদেশের সংবিধানপ্রণেতা বলেন, ‘আমি দেশদ্রোহী মামলার হুমকির পরোয়া করি না। পাকিস্তান আমলে এমনকি ২০০৭ সালেও আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলার হুমকি দেওয়া হয়েছিল। এটা শুধু আমার জন্য নয়, দেশের মানুষের জন্য লজ্জাজনক।’

ড. কামাল হোসেন বলেন, ‘এটা আমার ও দেশের মানুষের জন্য লজ্জাজনক যে ২০১৫ সালে এসেও আমাকে দেশদ্রোহী মামলার হুমকি শুনতে হচ্ছে।’

আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার টেলিসংলাপের বিষয়ে ড. কামাল বলেন, ‘মান্নার বিষয়ে আমি কিছুই জানি না। ওই সময় আমি দেশের বাইরে ছিলাম। মান্নার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়া হোক।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ড. কামাল হোসেন এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশদ্রোহী মামলায় গ্রেফতার ও বিচারের দাবি করেন।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G