ঝালকাঠিতে কলেজ ছাত্রীর খুনিদের বিচার দাবি
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠিতে গৃহবধূ ও কলেজ ছাত্রী মারুফা আক্তারের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নলছিটি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
রোবাবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের আট দিন অতিবাহিত হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও ও ওসির অপসারণের দাবিসহ কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, নিহত মারুফার মা লাকী বেগম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মারুফাকে হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুবাড়ির লোকজন। পরে কর্তব্যরত ডাক্তার মারুফাকে মৃত ঘোষণা করলে মারুফাকে হাসপাতালে রেখেই তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। মারুফার স্বামী প্রবাসে থাকায় তার শ্বশুর- শ্বাশুরীসহ শ্বশুর বাড়ির লোকজন নানা রকম নির্যাতন করে আসছিল। গত ১৭ এপ্রিল মারুফাকে হত্যা করে হাসপাতালে আনা হয় বলে নিহত মারুফার মাসহ স্বজনদের অভিযোগ । এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
নিহত গৃহবধূ মারুফা আক্তার নলছিটি উপজেলার প্রেমহর গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে। সে এ বছর নলছিটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। চার বছর আগে নলছিটি উপজেলার বহরমপুর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সুমনের হাওলাদারের সাথে তার বিয়ে হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/সাই