ঝালকাঠিতে জেলে সমিতির পাঁচ দফা দাবি
মো: সাকিবুজ্জামান সবুর, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে চেয়ারম্যান মেম্বারদের চাল বিতরণে অনিয়ম ও খাদ্য বিতরণে জেলেদের প্রতিনিধি অন্তর্ভূক্তি করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানবন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. বারেক সিকদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম মল্লিক প্রমূখ। এসময় বক্তারা বলেন, সরকার কর্তৃক প্রদত্ত ৪০ কেজি চাল জেলেরা সঠিকভাবে পাচ্ছে কিনা সে দিকে খেয়াল না করে নিষিদ্ধ কারেন্ট জালের অজুহাতে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এতে করে জেলেরা সরকারের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের উপর বিভিন্ন সময় হয়রানি করা হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদন করেন জেলে সমিতির নেতৃবৃন্দ।
প্রতিক্ষণ/এডি/শাআ