ঝালকাঠিতে ভুট্টার বাম্পার ফলন

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলায় এ বছর প্রায় ছ’শ একর জমিতে ভুট্টার চাষ হয়েছে। লাভজনক এই ভুট্টার চাষ সম্প্রসারণে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য কৃষি বিভাগ সার, বীজ ও কৃষি পুনর্বাসন সহায়তা দিয়ে আবাদ সম্প্রসারণ করছে।

মানুষের খাদ্য হিসেবে ভুট্টা ব্যবহারের পাশাপাশি মাছ, হাঁস মুরগী ও গোখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে। ভুট্টা চাষ থেকে এর সবকিছুই কাজে লাগে। ভুট্টা গাছের পাতা সুসম গোখাদ্য এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

কৃষি বিভাগ দাবি করেছে,  ভুট্টা চাষ লাভজনক এবং এর উৎপাদনশীলতাও বেশি। হেক্টর প্রতি ভুট্টার উৎপাদন সাড়ে ৪ মেট্রিক টন।

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভারতকাঠী গ্রামের মো: বজলুর রহমান ১ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বীজ রোপন করা হয়েছে। ইতোমধ্যে তার ক্ষেতে ফলন এসেছে। তবে এ বছর জীবন প্লান্টার মেশিন দিয়ে বীজ রোপন করায়া তার খরচ কম হয়েছে ও বাম্পার ফলন হয়েছে।

নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাইদুর রহমান মাঠ পর্যায় ভুট্টাক্ষেত পরিদর্শনে এসে জানান, লাভজনক ভুট্টা চাষ কৃষকদের মধ্যে সম্প্রসারণ করার জন্য কৃষি বিভাগ কৃষক পর্যায় প্রদর্শনী প্লট করে চাষাবাদ সম্প্রসারণ করছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G