ঝিনাইদহে `বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশঃ মে ৩১, ২০১৭ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম ওরফে রানা (৫০) ও তার সহযোগী আলিম (৬০) নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের বহরামপুর গ্রামের নাগরতলা মাঠে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহম্মেদ। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি বিদেশি একনালা বন্দুক, ১৫টি গুলি, একটি হাসুয়া ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মুনির আহমেদ জানান, উপজেলার বটতলা এলাকায় একদল ডাকাত রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল সেখানে পৌঁছলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, মাইদুল ইসলাম রানা কোটচাঁদপুরের বকশিপুর গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে এবং আলিম উদ্দিন উপজেলার বহরমপুর গ্রামের সলেমান মণ্ডলের ছেলে। তাদের কিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G