ঝিমাইপুঞ্জিতে খাসিয়াদের উচ্ছেদের অভিযোগ এনে বাপার প্রতিবাদ

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ণ

bapaঝিমাইপুঞ্জিতে খাসিয়াদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপা উদ্বেগ প্রকাশ করে বলেছে, মৌলভীবাজারের কুলাউড়ার ঝিমাইপুঞ্জির ৭৪টি আদিবাসী পরিবারকে আইন বহির্ভুতভাবে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে।

বাপা বলছে, প্রশাসনকে ব্যবহার করে কিছু জমি মৌখিকভাব খাসিয়া পরিবারকে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের শতবর্ষের আবাসস্থল থেকে স্থায়ীভাবে বিতাড়িত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

খাসিয়াদের প্রতিবাদ ও প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে বাগান মালিক পক্ষ আজ সকাল থেকে ঝিমাইপুঞ্জির আদিবাসীদের একমাত্র যাতায়াতের গেটটি বন্ধ করে দেয়।

এতে আদিবাসী পরিবারগুলো উচ্ছেদ আতঙ্কের মধ্যে রয়েছে এবং মানবেতর জীবন যাপন করছে। যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করছে।

বিজ্ঞপ্তিতে বাপা চা বাগান কর্তৃপক্ষ দ্বারা বেআইনীভাবে খাসিয়াদের চাপ প্রয়োগ, অবরোধ, হুমকি ও প্রশাসনের পক্ষপাতমূলক অবস্থান গ্রহণে গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G