ঝড়ে লন্ড-ভন্ড ৩০ গ্রাম
জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কালবৈশাখী ঝড়ে শৈলকুপা ৩০ গ্রাম লন্ড-ভন্ড হয়ে গেছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় রাত ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সাড়ে ৩টার দিকে প্রচন্ড ঝড় শুরু হয়ে ৩০ মিনিট স্থায়ী হয়। সেইসঙ্গে শিলাবৃষ্টি আর বজ্রপাত।
ঝড়ে শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বৃত্তিপাড়া, মির্জাপুর, কাঁচেরকোল, বোয়ালিয়া, খন্দকবাড়ীয়া, ধুলিয়াপাড়া, সিদ্ধি, রতনপুর, দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর, শিংনগর, রতনপুর ও ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুরসহ ৩০ গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।
ঝড়ে ওই এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৮শ কাঁচা ও টিনশেড ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
এছাড়া প্রচন্ড শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছপালা। এতে আম ও লিচুসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ৩টি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিক্ষণ/এডি/নূর