টকিওর স্মৃতিসৌধে বিস্ফোরণ

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Tokyoজাপানের রাজধানী টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধে একটি পাবলিক টয়লেটে বিস্ফারণের ঘটনা ঘটেছে। একটি বার্ষিক অনুষ্ঠান চলাকালে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) দিকে ‘ইয়াসুকুনি’স্মৃতিসৌধের দক্ষিণ ফটকের কাছে ওই বিস্ফোরণ হয়। এতে একটি পাবলিক টয়লেটের ছাদ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।
সুত্রঃ বিবিসি

টকিওর স্থানিয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে,এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ।

দেশটির মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ব্যাটারি এবং কিছু বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ইয়াসুকুনি স্মৃতিসৌধে হামলার উদ্দেশ্যেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মকতা, পুলিশ ও বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন ।

বিস্ফোরণে স্মৃতিসৌধের টয়লেটের দেয়ালে ৩০ সেন্টিমিটার একটি গর্ত তৈরি হয়েছে বলে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে ঐ স্থানে ভ্রমণ স্থগিত করা হয়েছে।

ইয়াসুকুনি স্মৃতিসৌধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাপানের সব দলের নেতাকর্মীরা মন্দিরটি পরিদর্শন করে থাকেন।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G