টমেটোর চাটনি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ পূর্বাহ্ণ

তাজিন আকতার, প্রতিক্ষণ ডট কম:

 tomato-chutney-1উপকরণঃ পাকা টমেটো, কাচা মরিচ, পেয়াজ, ধনেপাতা, লবণ।

পরিমানঃ টমেটো ৪-৫টি , কাচা মরিচ ২-৩টি, পেয়াজ ১টি, ধনেপাতা ১কাপ, সরিষার তেল পরিমানমতো, লবণ সাদমতো।

প্রস্তুত প্রণালীঃ . টমেটো ও কাচামরিচ ধুয়ে চুলায় কড়ায়ে দিয়ে টেলে নিতে হবে। টমেটো ও কাঁচামরিচ এর খোসা পুড়ে নরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে।

. পোড়া টমেটো, কাঁচামারিচ, পেয়াজ কুচি, স্বাদমতো লবন, ১/২ টেবিল চামচ সরিষার তেল এবং ধনেপাতা একসাথে মেখে সারভিং ডিস এ ঢেলে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাত এর সাথে পরিবেশন করুন মজাদার সাদের টমেটো ভরতা।

তাজিন/প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G