টর্নেডোর আঘাতে ফরিদপুরে ৫ জনের মৃত্যু
প্রতিক্ষণ ডেস্কঃ
ফরিদপুর সদর উপজেলার গেরতা ইউনিয়নের বাকুন্ডা এলাকায় শক্তিশালী টর্নেডোর আঘাতে একটি জুটমিল ধসে কমপক্ষে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে প্রশাসন হতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে।
এলাকার জুবাইদা করিম জুট মিল লিমিটেডের নতুন টিনশেড ভবনটি টর্নেডোর আঘাতে অর্ধেকেরও বেশি উড়ে যায় এবং টিনের আঘাতেই কমপক্ষে ৫ শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয়রা সূত্রে জানা যায়, প্রায় ১০ একর জমির ওপরে অবস্থিত জুট মিলটির ওপর টর্নেডোর আঘাত করায় এর ৫০ ভাগ টিনশেড উড়ে গিয়ে শ্রমিকদের ওপরে পড়ে। এ সময় টিনের আঘাতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর ১ জন এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়র পর আরেক শ্রমিক মারা যায়।
গুরুতর আহত আরও শতাধিক শ্রমিককে ফরিদপুর হাসপাতাল ও আশেপাশের ক্লিনিকগুলোতে নেওয়া হয়েছে। এ সময় জুট মিলের আশেপাশের এলাকাগুলোতেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয় ও প্রচুর গাছপালা বিধ্বস্ত হয়।
এদিকে এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবের একধিক দল ঘটনাস্থলে রয়েছে। তারা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।
বিধ্বস্ত জোবাইদা-করিম জুট মিলসহ টর্নেডো আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, টর্নেডোতে জুট মিলসহ এলাকার অনেক ক্ষতি হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম