ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমকে দিল স্কটিসরা

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪০ অপরাহ্ণ

টস জিতে বল হাতে তুলে নেয়া সাবেক টি২০ বিশ্বকাপ শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজকে হারের স্বাদ পাইয়ে দিল স্কটল্যান্ড। পর পর দুই দিন দুই অঘটন ঘটল টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে। ৫৫ রানে নামিবিয়া লঙ্কাকে হারানোর পর দিন আজ বিশ্বকাপের প্রথম পর্বে ৪২ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। হতবাক হজম করার সময়টা ২৪ ঘন্টা পেরুনোর আগেই আরো একটি অঘটনের দৃশ্য।

আজ টস জিতে বড় দলের তকমা নিয়ে বল হাতে ‍তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে স্কটল্যান্ডের ব্যাটারা ২০ ওভারে জম করে ১৬০/৫! ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তাই দেয়নি স্কটিস দুই ওপেনার, স্কোর বোর্ডে জমা করে ৬.২ ওভারে ৫৫ রান। এরপরই মিশেল জনস ১৭ বলে ২০ রান করে আউট হলেও সমস্যা হয়নি।

আরেক ওপেনার মুন্সি টিকে থাকলেও পাশে থাকা ম্যাথিউ ৩ রানে আর রিচি ১৬ রানে আউট হন। এরপর কুলাম ৪ রানে ফেরত গেলে চাপে পরে স্কটিসরা। তবে ওপেনার মুন্সি টিকে থেকে স্কোর ১২৫/৫ নিয়ে গিয়ে আউট হন। করেন ৯ বাউন্ডারি দিয়ে ৫৩ বলে ৬৬ রান। শেষ দিকে ক্রিশের ১১ বলে ১৬ রানে স্কটিসরা ১৬০/৫ সংগ্রহ করে।

১৬১ রানের জবাবে সাবেক টি২০ বিশ্বকাপ শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই হোচট খায়। ওপেনিং জুটি ভেঙ্গে যায় মাত্র ২০ রানেই। টপ অর্ডারে বড় কোন জুটি দাঁড় করাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে স্কোর ৫৯ রানে যেতেই হারিয়ে বসে ৫টি উইকেট! ধারাবাহিক ভাবেই উইকেট পতন ঘটতে থাকে ইন্ডিজ শিবিরে। মুলত স্কটিং বেকালার মার্ক ওয়েটের ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট শিকারই ইন্ডিজ শিবিরে ধ্বস নামে। ধারাবহিক উইকেট পতনের ধারাটা ১১৮ রানে ২০ ওভার শেষে গিয়ে থামে।
স্কটিংরা বিশ্বকাপে আগেও অংশ নিয়েছে। কিন্তু তাই বলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে, এটা কেউ প্রত্যাশা করেনি। এবারের বিশ্বকাপে ছোট দল গুলো বড় মাপের দল গুলোকে হারিয়ে দেয়ার প্রবণতা শুরু থেকেই শুরু হয়েছে। হয় তো চমক আরো বাকী আছে। কারণ সুপার ১২ এখনও শুরুই হয়নি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G