ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামে ১৮৮ রানে হারের ১ম টেষ্টে টস হেরেছিল বাংলাদেশ। কিন্তু আজ সিরিজের শেষ ও দ্বিতীয় টেষ্টে টস জিতেছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
টানা ব্যর্থতার মধ্যে থাকা মিডল অর্ডারের ইয়াসির আলীকে বাদ দিয়ে আবারো একাদশে ফিরলেন মমিনুল হক।
বাংলাদেশের একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হোসেন, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহন, মেহেদী হাসান মিরাজ, মো. তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।