ক্রীড়া প্রতিবেদক
২-১ ব্যবধানে ওডিআই সিরিজে জেতার পর টেষ্ট সিরিজে ১-১ ড্র করার সুযোগ হাত ছাড়া হয়ে গেল। হারা ম্যাচ জিতে গেল ভারত। আর জেতা ম্যাচ, হাতের মুঠোয় থাকা টেষ্ট জয় ৩ উইকেটে হেরেছে টাইগাররা।
এই হারের মাঝেও কিছু ব্যক্তিগত প্রাপ্তি আছে। ভারতের বিপক্ষে হারের মধ্যে এটাই হতে পারে সান্তনা।
২-০ ব্যবধানে টেষ্ট সিরিজে হারের পর আজ মিরপুর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ হলো।
তাতে মিরপুর টেষ্টে ম্যাচ সেরা হলেন দুই ইনিংসে ১২+৪২=৫৪ আর ৬ উইকেট পকেটে জমা করা আশ্বিন। আর ম্যান অব দ্য সিরিজ হলেন চট্টগ্রাম টেষ্টে ১ম ইনিংসে ৯০, ১০২ মিরপুর টেষ্টে ২৪ আর ৬ মিলিয়ে ২২২ রান করা পুজারা।
এর মধ্যে ২ টেষ্টে মোট ১১ উইকেট শিকারী মেহেদী হাসান মিরাজ হলেন টাইগার অব দ্য ম্যাচ আর লিটন কুমার দাস ২ টেষ্টে ১৪১ রান করে হলেন দামী খেলোয়াড়।