এক দিনে চলছে বিশ্ব ফুটবলের জম কালো আসর। অন্য দিকে ভারতের বিপক্ষে ওডিআই আর টেষ্ট সিরিজও চলছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেটের নিউজিল্যান্ডে সফর। যদি নিউজিল্যান্ড বা বিদেশী সফর গুলোতে টাইগার নারীদের ব্যর্থতার গল্পই বেশি।
নিউজিল্যান্ড সফরে বার বার ব্যর্থতাতেই বাংলাদেশের মেয়েদের মুখ ঢাকতে হচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। প্রথম ওয়ানডেতে নিগার সুলতানারা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন। এই ম্যাচের প্রাপ্তি বলতে নিগারের ক্যারিয়ার সেরা ইনিংস।
রবিবার ওয়েলিংটনে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৮০ রান তুলতে পারে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন নিগার। ১৩৩ বলে ৪ চার ও ১ ছয়ে তার ৭৩ রানের ইনিংসে দাঁড়িয়েই বাংলাদেশ মোটামুটি মানের একটা সংগ্রহ দাঁড় করাতে পারে। নিগার ছাড়া শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। এছাড়া লতা মণ্ডল ২২ ও রিতু মনি ১৫ রান করেছেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জেস কার সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।