টাকা ফেরত পাবেন ডেসটিনির ক্ষতিগ্রস্তরা
সংসদ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির বিনিয়োগকারী গ্রাহকের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান।
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ কথা বলেন।
তিনি জানান, কোম্পানিটির যে সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, ‘এমএলএম ব্যবসার নামে ডেসটিনি কোম্পানি লাখ লাখ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। যা আমাদের দেশের অর্থনীতির ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলেছে।
সরকার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে ডেসটিনির যে সব সম্পদ রয়েছে সেগুলো লিক্যুইড করার একটি কার্যক্রম হাতে নিয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সম্পদের তালিকা ও হিসাব করা হচ্ছে। বিষয়টি সময়সাপেক্ষ বলে একটু দেরি হচ্ছে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী।’
উল্লেখ্য, এর আগে গত ০২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ডেসটিনির টাকা আত্মসাৎ নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা জানিয়েছিলেন, ডেসটিনি সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে। জনগণের আত্মসাৎকৃত টাকা কোথাও যায়নি, টাকা জনগণ ফেরত পাবে।
প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ডেসটিনির টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ডেসটিনি ঊর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। তাই বিষয়টি আইনের মধ্যে আছে। আইনের মাধ্যমেই তাদের বিচার হবে।
প্রতিক্ষণ/এডি/নাহার