ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সৌন্দর্য রক্ষায় চুলের ভূমিকা অপরিসীম। ব্যক্তিত্ব প্রকাশেও নানা রকম চুলের স্টাইল কম যায় না। কিন্তু এর মধ্যে বাধ সাধে নানা সমস্যা। চুল পড়া, চুল পাকা, মাথায় খুশকি হওয়া বিশেষ করে টাক পড়া। একটা নির্দিষ্ট বয়স পরে অনেক পুরুষেরই টাক পড়ে। অল্প বয়সী ছেলেদের মধ্যেও টাক পড়ার প্রবণতা দেখা যায়।
বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ পুরুষ টাক সমস্যায় ভুগে থাকেন। নানান কারনে পুরুষেরা এই সমস্যার শিকার হন। টাক সমস্যা ছেলেদের জন্য একটি অস্বস্তিকর ও কষ্টদায়ক একটি সমস্যা। কারণ মাথায় চুল কমে গেলে অনেকেই নিজেকে নিয়ে একটু হীনমন্যতায় ভুগে থাকেন।
তখন মন খারাপ আর দুশ্চিন্তা দুটোই আমাদের পেয়ে বসে। আরামের ঘুম হারাম করে দিচ্ছে আপনার চুল পড়া? তাহলে দেখুন কিভাবে টাক সমস্যা সমস্যা সমাধান করা যায়। ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন:
https://youtu.be/i8eOOts-HBE