টার্গেট ৮০০ হল

প্রথম প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

agnee 2এসকে মুভিজের এবং জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ কলকাতা এবং বাংলাদেশে মুক্তি পেয়েছিল। কিন্তু যৌথ প্রযোজনার ‘অগ্নি-২’ শুধু কলকাতায় নয়, মুক্তি পাচ্ছে ভারত জুড়ে। এমনটাই জানালেন জাজের চেয়ারম্যান আবদুল আজিজ।

তিনি বললেন, ‘আমাদের টার্গেট বলিউডে প্রবেশ করা। তাই আমরা ছবিটি শুধু কলকাতায় নয়, মুম্বাইতেও মুক্তি দেব। পুরো ভারতে আমাদের টার্গেট ৭০০ হল। আর বাংলাদেশ মিলিয়ে ৮০০ হল।’ ছবিটি বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনাও আছে বলে জানালেন আজিজ।

গত বছর মুক্তি পাওয়া ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবির সিকুয়েল হচ্ছে ‘অগ্নি-২’। প্রথমবার একক প্রযোজনায় হলেও এবার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, আশীষ বিদ্যার্থী ও টাইগার রবি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G