টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০১৬ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ণ

sahed-320161016184351

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) অনুসন্ধানী সাংবাদিকতা-বিষয়ক পুরস্কার পেয়েছেন তিন বিভাগে ৮ জন গণমাধ্যমকর্মী।

রোববার বেলা ২টায় রাজধানীর ধানমন্ডিস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের মেঘমালা সম্মেলন কক্ষে ‘গণমাধ্যম ও দুর্নীতি’ শীর্ষক এক অনুষ্ঠানে টিআই বোর্ড অব ডিরেক্টরসে চেয়ারপারসন হোসে কালোর্স উগাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রিন্ট মিডিয়া (স্থানীয়) বিভাগে চাঁদপুরের স্থানীয় দৈনিক ইলশে পাড়ার প্রতিবেদক রেজাউল করিম, প্রিন্ট মিডিয়া (জাতীয়) বিভাগে বাংলামেইল২৪ডটকমের (বর্তমানে জাগোনিউজ২৪.কম) শাহেদ শফিক পুরস্কৃত হয়েছেন। ইলেক্ট্রনিক মিডিয়া (প্রতিবেদন) বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন এনটিভির সাংবাদিক সফিক শাহীন ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক বদরুদ্দোজা বাবু।

ইলেক্ট্রনিক মিডিয়া (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মো. আলাউদ্দিন আহমেদ এবং একই টেলিভিশনের সাংবাদিক জি এম ফয়সাল আলম। এ প্রামাণ্য দু’টিতেই সাহসিকতার সঙ্গে ভিডিওচিত্র ধারণ করায় যমুনা টেলিভিশনের ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল, কাজী মোহাম্মাদ ইসমাইল ও গোলাম কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিজয়ী প্রত্যেক সাংবাদিককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক এবং তিনজন চিত্রগ্রাহককে একত্রে এক লাখ টাকার চেক পুরস্কার হিসেবে প্রদান করা হয়। তবে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় মানসম্মত প্রতিবেদন না পাওয়ায় এ বছর এ বিভাগে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মাধ্যমে কোনো পুরস্কার প্রদান করেনি টিআইবি।

টিআইবির ২০১৬ সালে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য সর্বমোট ৫৯টি প্রতিবেদন জমা পড়েছিল। এরমধ্যে আঞ্চলিক প্রিন্ট মিডিয়াতে ৬টি, জাতীয় প্রিন্ট মিডিয়াতে ২৫টি, ইলেকট্রনিক বিভাগ প্রতিবেদন ২৩টি এবং ইলেকট্রনিক প্রামাণ্য বিভাগে ৫টি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G