আন্তর্জাতিক স্পোর্টস
জমে উঠেছে টি২০ বিশ্বকাপের সুপার-১২ পর্ব। প্রত্যাশা আর পাওয়ার মাঝে যে অনেক বিস্তান ফারাক তা এ আসরে আরো নতুন করে প্রমাণিত হলো। তবে বিশ্বকাপটা পানসে করে দিলে বৃস্টির হানা। তিন ম্যাচ বৃস্টির পেটে হজম হয়ে গেছে। এতে দুইটি বড় নিশ্চিত ২ পয়েন্ট ভাগ করেতে বাধ্য হয়েছে।
এবারের আসরে পাকিস্তান ভারতের কাছে নিশ্চিত জেতা ম্যাচ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ৩ বলে ৩ রান করতে পেরে ১ রানে হেরে বিশ্ব ক্রিকেটকে হতবাক করেছে। পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন বি-গ্রুপের শেষ দল। সুপার-১২ পর্ব প্রায় শেষ হতে চলল। প্রত্যেক দলেরই ৩টি করে ম্যাচ শেষ। চার নম্বর ম্যাচ হয়ে গেলেই পরিস্কার হয়ে যাবে কারা কারা সেমির টিকিট পেতে চলেছে।
পাঠকদের সুবিধার জন্য আইসিসি টি২০ বিশ্বকাপের পয়েন্ট টেবিল তুলে ধরা হলো –
এ-গ্রুপ
দল ম্যাচ জয় পরাজয় ড্র রান রেট পয়েন্ট
নিউজিল্যান্ড ৩ ২ ০ ১ ৩.৮৫০ ৫
ইংল্যান্ড ৩ ১ ১ ১ ০.২৩৯ ৩
আয়ারল্যান্ড ৩ ১ ১ ১ -১.১৬৯ ৩
অস্ট্রেলিয়া ৩ ১ ১ ১ -১.৫৫৫ ৩
শ্রীলঙ্কা ৩ ১ ২ ০ ০.৮৯০ ২
আফগানিস্তান ৩ ০ ১ ২ -০.৬২০ ২
বি-গ্রুপ
দল ম্যাচ জয় পরাজয় ড্র রান রেট পয়েন্ট
দক্ষিণ আফ্রিকা ৩ ২ ০ ১ ২.৭৭২ ৫
ভারত ৩ ২ ১ ০ ০.৮৪৪ ৪
বাংলাদেশ ৩ ২ ১ ০ -১.৫৩৩ ৪
জিম্বাবুয়ে ৩ ১ ১ ১ ০.০৫০ ৩
পাকিস্তান ৩ ১ ২ ০ -০.৭৬৫ ২
নেদারল্যান্ড ৩ ০ ৩ ০ -১.৯৪৮ ০
সূত্র : ক্রিকইনফো