ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপের সুপার-১২ পর্ব প্রায় শেষ হয়ে এলো। প্রত্যেক দলের ৪টি করে খেলা শেষ। তবে এর মধ্যে নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ডের ৫টি করে খেলা শেষ হয়ে গেছে। বাকী আছে এই গ্রুপে ইংলিশদের ১টি করে ম্যাচ। প্রত্যাশা আর পাওয়ার মাঝে যে অনেক বিস্তান ফারাক তা এ আসরে আরো নতুন করে প্রমাণিত হলো। কোন দলই ফেভারিট নয়, এটা এবার ছোট দল গুলো প্রমাণ দিয়েছে। বাদ পড়তে পারে স্বাগতিক অস্ট্রেলিয়ার মতো প্রতিষ্ঠিত বিশ্ব ক্রিকেটের পরাশক্তি। আফগানদের বিপক্ষে কোন রকমে ৪ রানে জয় তুলে ২ পয়েন্ট পেলেও সেমি নিশ্চিত নয় অসিদের। নিউজিল্যান্ড সেমি নিশ্চিত, ইংল্যান্ড শেষ ম্যাচে জিতে গেলেই অসিদের সেমির স্বপ্ন শেষ। কারণ রান রেটে অসিরা অনেক পেছনে ইংলিশদের চেয়ে।
এবারের আসরে পাকিস্তান ভারতের কাছে নিশ্চিত জেতা ম্যাচ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ৩ বলে ৩ রান করতে পেরে ১ রানে হেরে বিশ্ব ক্রিকেটকে হতবাক করেছে। পয়েন্ট টেবিলে পাকিস্তান এখন বি-গ্রুপের তৃতীয় দল। সুপার-১২ পর্ব প্রায় শেষ হতে চলল। প্রত্যেক দলেরই ৪টি করে ম্যাচ শেষ। ৫ নম্বর ম্যাচ হয়ে গেলেই পরিস্কার হয়ে যাবে কারা কারা সেমির টিকিট পেতে চলেছে। তবে আপাতত দৃষ্টিতে বলা যায় ভারতের সেমি নিশ্চিতই, কারণ শেষ ম্যাচে ভারত জিম্বাবুয়েকে যে কোন উপায়ে হারাবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট দাঁড়াতে ৬ থেকে বেড়ে ৮। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান আর বাংলাদেশ তিন দলের ৮ পয়েন্ট জমা করার সুযোগ নেই।
পাঠকদের সুবিধার জন্য আইসিসি টি২০ বিশ্বকাপের পয়েন্ট টেবিল তুলে ধরা হলো –
এ-গ্রুপ
দল ম্যাচ জয় পরাজয় ড্র রান রেট পয়েন্ট
নিউজিল্যান্ড ৫ ৩ ১ ১ ২.১১৩ ৭
অস্ট্রেলিয়া ৫ ৩ ১ ১ -০.১৭৩ ৭
ইংল্যান্ড ৪ ২ ১ ১ ০.৫৪৭ ৫
শ্রীলঙ্কা ৪ ২ ২ ০ ০.৪৫৭ ৪
আয়ারল্যান্ড ৫ ১ ৩ ১ -১.৬১৫ ৩
আফগানিস্তান ৫ ০ ৩ ২ -০.৫৭১ ২
বি-গ্রুপ
দল ম্যাচ জয় পরাজয় ড্র রান রেট পয়েন্ট
ভারত ৪ ৩ ১ ০ ০.৭৩০ ৬
দক্ষিণ আফ্রিকা ৪ ২ ১ ১ ১.৪৪১ ৫
পাকিস্তান ৪ ২ ২ ০ -১.১১৭ ৪
বাংলাদেশ ৪ ২ ২ ০ -১.২৭৬ ৪
জিম্বাবুয়ে ৪ ১ ২ ১ ০.৩১৩ ৩
নেদারল্যান্ড ৪ ১ ৩ ০ -১.২৩৩ ২
সূত্র : ক্রিকইনফো