টি২০ বিশ্বকাপ : সাকিব বনাম সাউদি, বিশ্বরেকর্ডের লড়াই কাল থেকে

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২২ সময়ঃ ৪:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি বাংলাদেশ। অথচ পিছিয়ে পড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। হাত ছাড়া হল বিশ্বরেকর্ড। এগিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার টিম সাউদি। এর মানে এই না যে, সাকিব রেকর্ড হাতের নাগালের বাইরে চলে গেছে!

এবারের টি২০ বিশ্বকাপ জুড়েই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা নিয়ে লড়াই চলবে সাকিব আর সাউদির মধ্যে। আইপিএলের কেকেআরের প্রাক্তন অলরাউন্ডার সাকিবকে শীর্ষচ্যুত করলেন কেকেআরের পেসার সাউদি।

শনিবার অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে সাকিবকে পেছনে ফেলে দেন সাউদি। শেষ পর্যন্ত ম্যাচে ৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট নিউজ়িল্যান্ডের পেসা বোলারের উইকেট সংখ্যা হল ১২৫। অন্যদিকে সাকিবের ঝুলিতে রয়েছে ১২২টি উইকেট। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ডের হাত বদল হয়ে গেল। তবে এখনও টাইগারদের আসর শুরু হয়নি, কাল থেকে হবে। ৫টি ম্যাচ হাতে পাবেন সাকিব নিজেকে প্রমাণের জন্য। আর সাউদির এক ম্যাচ খেলা হয়ে গেছে।

সাকিবের ১২২টি উইকেট এসেছে ১০৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে। সাউদির ১২৫টি উইকেট এল ১০১টি ম্যাচে। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সাউদি।

সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সাকিব কি পারবেন প্রথম সুযোগেই সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড আবার নিজের দখলে আনতে? বা পুরো আসর শেষে নিজের শীর্ষ আসনটি ধরে রাখতে? তবে এটা ঠিক টি২০ বিশ্বকাপে সাকিব-সাউদি লড়াইটা বেশ জমে উঠবে, এমনটা প্রত্যাশা করা যেতেই পারে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G