টি২০ বিশ্বকাপ ২০২২ : পূর্ণাঙ্গ সূচি

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

রোববার টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হলো। বিশ্বকাপে প্রথম রাউন্ডে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সুপার ১২, শুরু হবে ২২ অক্টোবর থেকে । সুপার টুয়েলভে থাকছে ৩০টি ম্যাচ।৯ ও ১০ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। সেমিফাইনাল হবে অ্যাডিলেড ওভাল ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ১৩ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের পূর্ণাঙ্গ সূচি:

প্রথম রাউন্ড (ম্যাচ-বাংলাদেশ সময়):
১৬ অক্টোবর : শ্রীলংকা-নামিবিয়া, জিলং, সকাল-১০টা
১৬ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাত-নেদারল্যান্ডস, জিলং, দুপুর- ২টা

১৭ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, হোবার্ট, সকাল-১০টা
১৭ অক্টোবর : জিম্বাবুয়ে-আয়ার‌ল্যান্ড, হোবার্ট, দুপুর- ২টা

১৮ অক্টোবর : নামিবিয়া-নেদারল্যান্ডস, জিলং, সকাল-১০টা
১৮ অক্টোবর : শ্রীলংকা-সংযুক্ত আরব আমিরাত, জিলং, দুপুর- ২টা

১৯ অক্টোবর : স্কটল্যান্ড-আয়ার‌ল্যান্ড, হোবার্ট, সকাল-১০টা
১৯ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে, হোবার্ট, দুপুর-২টা

২০ অক্টোবর : শ্রীলংকা-নেদারল্যান্ডস, জিলং, সকাল-১০টা
২০ অক্টোবর : নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাত, জিলং, দুপুর-২টা

২১ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড, হোবার্ট, সকাল-১০টা
২১ অক্টোবর : স্কটল্যান্ড-জিম্বাবুয়ে, হোবার্ট, দুপুর-২টা

সুপার টুয়েলভ সূচি :
২২ অক্টোবর : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া, সিডনি, দুপুর-১টা
২২ অক্টোবর : ইংল্যান্ড-আফগানিস্তান, পার্থ, বিকেল-৫টা

২৩ অক্টোবর : গ্রু ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্স-, হোবার্ট, সকাল-১০টা
২৩ অক্টোবর : ভারত-পাকিস্তান, মেলবোর্ন, দুপুর-২টা

২৪ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, হোবার্ট, সকাল ১০টা
২৪ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, হোবার্ট, দুপুর-২টা

২৫ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, পার্থ, বিকেল-৫টা

২৬ অক্টোবর : ইংল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, মেলবোর্ন, সকাল-১০টা
২৬ অক্টোবর : নিউজিল্যান্ড-আফগানিস্তান, মেলবোর্ন, দুপুর ২টা

২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল ৯টা
২৭ অক্টোবর : ভারত-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, সিডনি, দুপুর ১টা
২৭ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, পার্থ, বিকেল ৫টা

২৮ অক্টোবর : আফগানিস্তান-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, মেলবোর্ন, সকাল ১০টা
২৮ অক্টোবর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, মেলবোর্ন, দুপুর ২টা

২৯ অক্টোবর ; নিউজিল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি, দুপুর ২টা

৩০ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, ব্রিজবেন, সকাল-৯টা
৩০ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, পার্থ, দুপুর-১টা
৩০ অক্টোবর : ভারত-দক্ষিণ আফ্রিকা, পার্থ, বিকেল-৫টা

৩১ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, ব্রিজবেন, দুপুর-২টা

১ নভেম্বর : আফগানিস্তান-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, ব্রিজবেন, সকাল ১০টা
১ নভেম্বর : ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ব্রিজবেন, দুপুর ২টা

২ নভেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল-১০টা
২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর ২টা

৩ নভেম্বর ; পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, সিডনি, দুপুর ২টা

৪ নভেম্বর : নিউজিল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল-১০টা
৪ নভেম্বর : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, অ্যাডিলেড, দুপুর-২টা

৫ নভেম্বর ; ইংল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি, দুপুর ২টা

৬ নভেম্বর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল-৬টা
৬ নভেম্বর : পাকিস্তান-বাংলাদেশ, অ্যাডিলেড, সকাল ১০টা
৬ নভেম্বর : ভারত-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, মেলবোর্ন, দুপুর ২টা

৯ নভেম্বর : প্রথম সেমিফাইনাল, সিডনি, দুপুর ২টা

১০ নভেম্বর : দ্বিতীয় সেমিফাইনাল, অ্যাডিলেড, দুপুর ২টা

১৩ নভেম্বর : ফাইনাল, মেলবোর্ন, দুপুর ২টা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G