টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারতের পরিসংখ্যান

প্রথম প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ১২:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ পূর্বাহ্ণ

কাল টি২০ বিশ্বকাপে ব্যাটে-বলে যুদ্ধে নামবে পাকিস্তান-ভারত। এই দুই দেশের ক্রিকেট ম্যাচ যেন বিশ্বযুদ্ধ। দুই দলের ভক্তদের মধ্যে দেখা যায় বিশেষ উত্তেজনা। ম্যাচের আগে চলে আসে দুই দলের হার-জিতের হিসেব-কিতেব গুলো। কাল দুই দল টি২০ বিশ্বকাপে ৭ম বারের মতো সাক্ষাত করবে। তবে এটা শুধু টি২০ বিশ্বকাপের পসিংখ্যান।

ওয়ার্ল্ড কাপ ভারত ও পাকিস্তান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে।
এই ৬টি খেলার মধ্যে ভারত ৪টিতে জিতেছে। অপর দিকে পাকিস্তান ১টিতে জয়ী হয়েছে। ১ ম্যাচ টাই শেষ হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ স্কোর হল ১৫৭ রান এবং পাকিস্তানের সর্বোচ্চ স্কোর হল ১৫২। পাকিস্তানের দলীয় সংগ্রহ ১১৮ এবং ১১৯টি।

এক নজরে পাকিস্তান-ভারত টি২০ বিশ্বকাপ পরিসংখ্যান

২০০৭ সালে প্রথম সাক্ষাত – ভারত ১৫৭/৫ (২০ ওভার) জবাবে পাকিস্তান ১৫২/১০ (১৯.৩ ওভার), ভারত ৫ রানে জয়ী।

২০০৭ সালে বৃষ্টিতে ম্যাচ পন্ড

২০১২ সালের টি২০ বিশ্বকাপে – ভারত ১২৮/১০ (১৯.৪ ওভার), জবাবে পাকিস্তান ১২৯/২ (১৭ ওভার), ভারত ৮ উইকেটে জয়ী।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপে – পাকিস্তান ১৩০/৭ (২০ ওভার), জবাবে ভারত ১৩১/৩ (১৮.৩ ওভার), ভারত ৭ উইকেটে জয়ী।

২০১৬ সালের টি২০ বিশ্বকাপে – পাকিস্তান ১১৮ (১৮ ওভার), জবাবে ভারত ১১৯/৪ (১৫.৫ ওভার), ভারত ৬ উইকেটে জয়ী।

২০২১ সালের টি২০ বিশ্বকাপে – ভারত ১৫৭/৭ (২০ ওভার), জবাবে ভারত ১৫২/০ (১৭.৫ ওভার), পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G