প্রস্তুতি ম্যাচে আফগানদের হারাতে টার্গেট ১৬১

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব বাহিনীর প্রস্তুৃতি ম্যাচ শুরু হয়ে গেছে। জয় পেতে দরকার ১৬১। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে খারাপ করেনি টােইগার বোলাররা।

টস জিতে ব্যাট করতে নামা আফগানরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৬০ রান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৬১ রান। আজ সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। হাসান-সাকিবদের আঁটসাঁট বোলিংয়ে প্রথম থেকেই চাপে ছিল আফগানরা। তবে শেষদিকে বেশ কয়েকটা বাউন্ডারিতে শেষ পর্যন্ত ১৬০ রানের সংগ্রহ পায় তারা।

বোলাদের চাপে হাত খুলে খেলতে পারছিল না হযরতউল্লাহ জাজাইরা। হাসান মাহমুদের করা প্রথম ওভারে তারা তুলতে পেরেছিল মোটে দুই রান। যার একটি আবার অতিরিক্ত খাত থেকে। এরপর আক্রমণে এসে মোমেন্টাম ধরে রাখেন তাসকিনও।

১৮ ওভার শেষে আফগানদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। কিন্তু শেষ দুই ওভারে বেশ খরুচে ছিলেন বাংলাদেশের বোলাররা। ১৯ তম ওভারে সাকিব এক উইকেট তুলে নিলেও দুই ছক্কা ও এক চারে দেন ১৯ রান। এরপর ২০তম ওভারে তাসকিন ১ উইকেট নিয়ে দেন ১৪ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ 
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তান একাদশ
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, হযরতউল্লাহ জাজাই, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, উসমান গনি ও ইবরাহিম জাদরান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G