টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাস্তায় দাঁড়াবে ব্যবসায়ীরা
চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাদা পতাকা হাতে রাস্তায় দাঁড়াবেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃত্বে এই মানববন্ধন হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি কাজী আকরাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচির প্রতিবাদে আমরা একদিন পতাকা মিছিল করবো। তবে সকল ব্যবসায়ীর সম্মতিতে এ পতাকা মিছিলের আয়োজন করা হবে। এ বিষয়ে অনেক ব্যবসায়ীর ভিন্নমত থাকতে পারে। তাবে ব্যবসায়ীদের স্বার্থে নিরপেক্ষতা বিবেচনা করে এ কর্মসূচি পালন করা হবে।’
সংগঠনের সাবেক সভাপতিদের সঙ্গে রোববারের মধ্যেই এ বিষয়ে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
এর আগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে কয়েক দফা আহবান জানিয়েও কোন লাভ না হওয়ায় গত বুধবার সকালে বিজিএমইএ ভবনের সামনে বিশাল মানববন্ধন করেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ সহ এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকরা।
সংকট নিরসনের দাবীতে মানববন্ধনে অংশগ্রহণ করে এক্সপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন, বাংলদেশ কাস্টমস এজেন্ট এসোসিয়েশন প্রভৃতি সংগঠন।
মানববন্ধন শেষে চলমান রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে পথ খুঁজে বের করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
প্রতিক্ষণ /এডি/রুবেল