ইলেক্ট্রিক ট্যাটুতে চলবে স্মার্টফোন
প্রতিক্ষণ ডেস্ক:
ফ্যাশন সচেতন মানুষের কাছে পরিচিত একটি নাম ট্যাটু বা উল্কি। নিজেকে আকর্ষণীয় করে তুলতে অনেকেই এটি ব্যবহার করে থাকেন। পশ্চিমা বিশ্বেই এর ব্যবহার বেশি লক্ষ্য করা যায়।
এবার ট্যাটুতে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী গুগলের সহযোগিতায় তৈরি করেছে স্কিনমার্কস নামের এক ধরনের আল্ট্রা সরু ইলেক্ট্রনিক ট্যাটু।
এতে স্পর্শ করলে চলবে স্মার্টফোন। ফোন করা, গেম খেলা, মিডিয়া প্লেয়ারে গান শোনাও যাবে এই ট্যাটুর মাধ্যমে। এমনকি বিভিন্ন আইকনের মতো দেখতে স্কিনমার্কসে জ্বলবে আলো।
চুলের থেকেও সরু এই স্কিনমার্কসগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ চলাচলের ব্যবস্থা । এটি ছাপানো এক ধরনের পেপার, যেটি জলছবির মতো গায়ে লাগিয়ে দেয়া হয়।
শরীরে যদি জন্মগত দাগ বা ছোপ থাকে সেই জায়গাগুলো ছাড়াও শরীরের যেকোন স্থানকে আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা যাবে এই স্কিনমার্কস ট্যাটু। বিজ্ঞানীরা জানান, মানুষের শরীরে বিশেষ কয়েকটি ‘ল্যান্ডমার্ক’ রয়েছে, এগুলো হাড়ের গঠনগত কারণে তৈরি হয়েছে। যেমন হাত মুঠো করলে যে উঁচু ৪টি গাঁট পাওয়া যায়, সেসব জায়গায় স্কিনমার্কস করা যেতে পারে। এমনকি, আঙুলের ডগায়ও এ ধরনের উল্কি করা যাবে। এতে স্মার্টফোন চালাতে সুবিধা হবে বলে জানান তারা।
প্রতিক্ষণ/এডি/এস.টি