ট্যাটুর সাহায্যে স্মার্টফোন নিয়ন্ত্রণ(ভিডিও)

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

gallery-1471342559-temporary-tattoos-duoskin

ফ্যাশনের জন্য মূলত অনেকেই শরীরে ট্যাটু আঁকিয়ে থাকেন। তবে ফ্যাশন ছাড়াও এই ট্যাটুর আরেক ব্যবহার নিয়ে গবেষকরা গবেষণা চালিয়েছেন। শরীরের চামড়ায় লাগানো অস্থায়ী ট্যাটু দিয়ে স্মার্টফোন ও কম্পিউটার নিয়ন্ত্রন গবেষণায় সফল হয়েছেন গবেষকরা ।

এমআইটির মিডিয়া ল্যাবে গবেষণারত একদল পিএইচডির শিক্ষার্থী এবং মাইক্রোসফটের কিছু গবেষকের সমন্বয়ে তৈরি এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে এমআইটির ওয়েবসাইটে। তারা হাতে পড়ার মতো এমন একটি স্মার্ট ট্যাটুর উদ্ভাবন করেছে যার মাধ্যমে দুর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনকে।

গবেষকদের গঠন প্রণালী অনুসারে ট্যাটুটিতে যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করতে হবে। এরপর ভেতরে জুড়ে দিতে হবে সোনালি তার, যা বিদ্যুৎ পরিবাহী।

এর মাধ্যমেই শরীরে লাগানো ট্যাটুটিকে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব।এবার ট্যাটুর ওপর হাত নাড়ালেই সেটি ফোন স্ক্রিনের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে দূর থেকেই টাচস্ক্রিনটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

এই ট্যাটুর নাম রাখা হয়েছে ডুয়োস্কিন। ট্যাটুটি আসলে কাজ করবে ফোনের ট্যাচপ্যাড হিসেবে। আর কাজ শেষে খুলে রাখা যাবে। তবে, গবেষকরা নতুন এই প্রযুক্তি এখনো বাজারে ছাড়ার জন্য এখনো প্রস্তুত নন।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G