ট্রলার ডুবি: নিখোঁজ আরো ১০ জেলে জীবিত উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jeleভোলায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার মেঘনা নদী থেকে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার মধ্যবর্তী সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ২৪ মাঝি-মাল্লাসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- খোরশেদ (৪৫), লুৎফর (৪৮), নাজিম (২৮), সোহেল (১৬), বারেক (৫০), রফিক (২৪), রিয়াজ (২৭), রুবেল (২০), আনছার (৩৬) ও মনির (২৫)। বৃহস্পতিবার রাতেই উদ্ধার করা হয়  আরো ৫ জেলেকে।

তাদের চিকিৎসার জন্য রাঙাবালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের আপারেশন অফিসার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মিতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G