ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
প্রতিক্ষণ ডেস্কঃ
কুমিল্লার মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় মুরাদনগর উপজেলার দাররা ইউনিয়নের মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে দুপুরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।
নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার কাচারকান্দী গ্রামের আ. লতিফ মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. রুবেল (৩৫), তার ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল মান্নান (৬৫)।
আহত ব্যক্তি হলেন পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২)। হিমেলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব নামক স্থানে ব্রিজের পাশে পান্নারপুল থেকে আসা ট্রাকটির সাথে পাচপুকুরিয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়।
আহত অবস্থায় রুবেল ও মান্নানকে দেবিদ্বার এবং সোহেল, হিমেল, নাছিমা ও মান্নানকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রুবেল, নাছিমা, মান্নান ও সোহাগের মৃত্যু হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ শনাক্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম