ট্রাফিক পুলিশ ড্রোন
প্রতিক্ষণ ডেস্ক:
মানুষের দৈনন্দিন কাজে বাড়ছে ড্রোনের ব্যবহার। জটিল অথবা সাধারণ যাই হোক না কেন প্রযুক্তির ছোঁয়ায় কাজটি অতি সহজেই সেরে ফেলার জন্য এখন বেশ জনপ্রিয় ড্রোন। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে ট্রাফিক পুলিশের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে দুটি ড্রোন।
উড়ন্ত অবস্থায় থেকে এই ড্রোনগুলো মহাসড়কে চলাচলরত গাড়িগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে। এ সময় কোন গাড়ি আইন অমান্য করলে ড্রোনের মাধ্যমে তা মুহুর্তেই ভিডিও ও ছবি আকারে পৌঁছে যাচ্ছে নিচে কর্মরত পুলিশের কাছে।
শত মিটার দূর থেকেও গাড়ির লাইন্সেস সনাক্ত করা যাচ্ছে এই ড্রোনগুলোর মাধ্যমে। এগুলো একবার চার্জ দিলে এক ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। এ সময় সাধারণ গতিতে ৩০ কিলোমিটার ঘুরতে ড্রোনগুলোর সময় লাগে ৪০ মিনিট।
সিচুয়ান প্রদেশের জননিরাপত্তা বিভাগের তরফ থেকে জানানো হয়, মূলত যানজট নিয়ন্ত্রণেই ড্রোন দু’টি ব্যবহার করা হচ্ছে। এর ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে আগের চেয়ে গতি এসেছে।
এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে এমন আরোও ড্রোন ব্যবহারের কথা ভাবছে দেশটির পুলিশ।