ট্রাম্পকে সৌদির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং আরব বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছে।
বাদশা আব্দুল আজিজ মুখমণ্ডল খচিত সম্মননা স্মারক মেডেল ট্রাম্পের গলায় পরিয়ে দেন বাদশা সালমান।
তবে এই সম্মাননা পাওয়া একমাত্র ব্যক্তি নন ট্রাম্প। তার আগেও বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এ সম্মাননা পেয়েছেন।
ট্রাম্পের প্রথম সফর হিসেবে সৌদি আরবে গমন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সম্পর্কের নবদিগন্ত খুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা্।
ট্রাম্প-সালমানের মধ্যে প্রায় ১১ হাজার কোটি ডলার মূল্যমানের অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটিকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একক অস্ত্রচুক্তি’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস।
অন্য এক চুক্তি অনুযায়ী মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন থেকে ৬০০ কোটি ডলারের বিনিময়ে ১৫০টি অত্যাধুনিক ব্ল্যাকহক হেলিকপ্টার কিনবে সৌদি আরব।
লকহিড মার্টিনের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও ম্যারিলিন এ. হিউসন বলেছেন, ‘এ ঐতিহাসিক চুক্তি অংশীদার হতে পারায় আমরা গর্বিত। এ চুক্তি দু’টি দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।’
প্রতিক্ষণ/এডি/সাই