ট্রেনের ধাক্কায় ৪ পুলিশ নিহত
জেলা প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার মাঝরাতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পুলিশ ভ্যান। এতে চার পুলিশ সদস্য নিহত ও নয় জন আহত হয়েছেন। রেলক্রসিংয়ে কোনো গেইট ম্যান না থাকায়, এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাত তখন, প্রায় বারোটা, সৈয়দপুরের ঢেলাপীর এলাকার রেলক্রসিংয় পার হয়ে বোতলাগাড়ি এলাকায় ডাকাত ধরতে যাচ্ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেনসহ ১৩ পুলিশ সদস্য।
কিন্তু রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় কোনো সিগন্যাল ছাড়াই পুলিশ ভ্যানটি উঠে যায় রেল লাইনে। ঠিক তখনই নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
ঘটনাস্থলেই নিহত হন একজন এবং পরে হাসপাতালে মারা যান আরও তিন জন। ওসিসহ আহত বাকী নয় জনকে চিকিৎসা দেয়া হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত পুলিশ সদস্যরা হলেন শামছুল, মাহিদুল, শরিফুল ও ফারুক। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সময়মত চিকিৎকদের না পাওয়ায়
প্রতিক্ষণ/এডি/তাফসির