ট্রেনের নিচে ঝাপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা
গাজীপুরে দ্রুতগামী আন্তনগর তিস্তা ট্রেনের নিচে মেয়ে আয়েশা (১০) এবং বাবা হযরত মাহমুদ (৪৫) ঝাপ দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হযরত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কালাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন সরকারের পুত্র। সে শ্রীপুরের কর্নপুর সিটপাড়া গ্রামের হালিমার স্বামী।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তারা নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা।
নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান, ৩০ বছর পূর্বে হযরতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে হযরত কর্নপুর ছিটপাড়া গ্রামে শশুর বাড়ীতে ঘড় জামাই থাকতো। ভিক্ষা বৃত্তি, অন্যের বাড়ীতে ঝিঁয়ের কাজ করে চলে হালিমার সংসার। নিজেদের সন্তান না থাকায় আয়েশাকে পালিত মেয়ে হিসেবে লালন পালন করতেন তারা।
হালিমার অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দিন ভর হযরতকে মারপিট করতে খোঁজা খুঁজি করে। আতঙ্কে সে গা ডাকা দিয়ে থাকে। রাতে বাড়ী ফিরে স্ত্রী হালিমাকে জানায় এলাকার লোকজন তাকে পেলে মেরে ফেলবে। সকাল ৮টার দিকে হযরত তার মেয়েকে নিয়ে বাড়ী থেকে বের হয়ে আসে। বেলা দশটার দিকে খবর পেয়ে হালিমা ঘটনাস্থলে গিয়ে তার স্বামী ও পালিত মেয়ের মৃতদেহ দেখতে পান।
কর্তব্যরত শ্রীপুরের ষ্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দু’টি মৃতদেহ দেখতে পান। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।
প্রতিক্ষণ/এডি/সাই