টয়লেটে সন্তান প্রসব, কর্তৃপক্ষকে তলব

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

High_Courtতৈরী পোষাক কারখানার টয়লেটে প্রতিষ্ঠানের শ্রমিকের সন্তান প্রসবের খবরটি আমলেন নিয়েছেন হাইকোর্ট। হামিদা আক্তার নামক ঐ শ্রমিককে প্রসবকালীন ছুটি দেয়া হয়নি তা জানাতে সংশ্লিষ্ট কারখানার পরিচালকসহ তিনজনকে তলব করেছে আদালত।

রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদেশে ২৪ জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার সংশ্লিষ্ট তিনজকে হাইকোর্টে উপস্থিত হয়ে টয়লেটে অন্তঃসত্ত্বার বাচ্চা প্রসব করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এছাড়া ঘটনায় জড়িত ও দায়ীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই ঘটনা তদন্ত করে আগামী ২৪ জুন প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G