ঠাকুরগাঁওয়ে বিশালাকৃতির আম গাছ
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে রয়েছে সূর্যাপুরী জাতের এক বিশাল আম গাছ। দুই বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে থাকা এই গাছটিকে দেখে মনে হবে, এ যেন বাগান।
প্রায় দুইশ বছরের পুরনো এই গাছটিকে বলা হয়ে থাকে এশিয়ার সর্ববৃহত্তম আম গাছ। ৯০ ফুট ব্যসার্ধের বয়োবৃদ্ধ এই গাছটি চারদিকে ছড়িয়ে দিয়েছে বিস্তৃত ডালপাতা।
মাটির উপর দিয়ে লতার মত নুয়ে কিছুদূর গিয়ে আবার উপরের দিকে উঠে গেছে ডালপালা। প্রতিটি ডালের দৈর্ঘ্য প্রায় ৭৫ থেকে ৯০ ফুট।
পৈত্রিক সূত্রে গাছের মালিক সাইদুর ইসলাম জানান, গাছটি কে লাগিয়েছিল তা তিনি জানেন না। দাদার বংশধর থেকে পরিবারের লোকজন জানে জমিসহ গাছটি তাদের। তিনি আরও জানান, প্রতি বছর এই গাছের আম বিক্রি করেন গড়ে ৭০ হাজার টাকায়।
গাছটির সঠিক পরিচর্চা ও দৃষ্টিনন্দন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃষ্টপোষকতার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আহবান জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী ।
তিনি আরোও বলেন, জানান, এই গাছটি জেলার দর্শনীয় গাছ হিসেবে স্থান করে নিয়েছে। দেশ ও দেশের বাহির থেকেও দর্শনার্থীরা এসে একনজর আম গাছটি দেখে আনন্দ উপভোগ করছেন।
এই গাছটির সঠিক পরিচর্চা ও দৃষ্টিনন্দন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃষ্টপোষকতার পাশাপাশি নজর দিবেন- এমন দাবি দর্শনার্থীসহ এলাকাবাসীর।