ডাক্তারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়া ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: খালিদ-আল-আজম এর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার বিকেলে গুইমারা উপজেলা জালিয়াপাড়া চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জালিয়াপাড়া ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: খালিদ-আল-আজম শুধু ডাক্তার নয় তিনি সাধারণ মানুষের একজন সেবক। তাকে স্থানীয়রা দিন-রাত নিজেদের সুখে-দু:খে পাশে পায়। শিশুদের নানা রকমের সমস্যাসহ সব ধরণের রোগে স্থানীয়রা তাকে পাশে পেয়েছেন।

শুধু তাই নয় তিনি যেন এখন এ উপজেলাবাসীর প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারেনা তেমনি ডা. খালেদ-আল-আজম এখন এ উপজেলাবাসীর কাছে বিকল্প অক্সিজেনে পরিণত হয়েছে। তাই কোনো ধরনের বদলী আদেশ মেনে না নিয়ে তাকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবি জানাই। আমরা সাধারণ জনগণ জালিয়াপাড়া ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: খালিদ-আল-আজমকে সবসময় পাশে চাই।

জালিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি নুর নবী চৌধুরী রুবেলের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাফছড়ি ১নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আরমান হোসেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ডা: নুর নবী,জালিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: মুফতি মোমান,জালিয়াপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনন্দ সোম,বিএনপি নেতা আবু জাফর ইসবাল স্বপনসহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সর্বস্থরের ব্যক্তবর্গ এতে অংশ নেয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G