ডাবল ডিসপ্লে ডাবল সেলফি ক্যামেরা

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

LG-V10দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি শীঘ্রই বাজারে ছাড়ছে এক ফোনে দুইটি সেলফি ক্যামেরা। ফোনটির মডেল এলজি ভি ১০। এই ফোনটির প্রধান ডিসপ্লের উপরিভাগে আরেকটি ছোট ডিসপ্লে রয়েছে।

এলজি জানিয়েছে, তাদের ভি সিরিজের প্রথম ফোন এটি। ফোনটিতে বৈচিত্র্যে ভরা। অন্যান্য ফোনের চেয়ে এতে বেশ কয়েকটি ব্যতিক্রমী ফিচার রয়েছে। ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের। এতে আছে স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর এবং ১ জিবি র‌্যাম। ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।

এলজির ভি ১০ স্মার্টফোনটির প্রধান ডিসপ্লে ৫.৭ ইঞ্চির কিউএইচডি। এই ডিসপ্লের উপরিভাগে ছোট্ট আরেকটি ডিসপ্লে রয়েছে। প্রধান ডিসপ্লে স্ট্যান্ডবাই মোডে থাকলেও ছোট ডিসপ্লেতে সময়, আবহাওয়া এবং ব্যাটারির লেভেল দেখা যায়।

এই ফোনটিতে সেলফি তোলার জন্য দুইটি পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এই সেলফি ক্যামেরা দিয়ে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। খুব শিগগিরই ফোনটি বাজারে আসবে বলে এলজি জানিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G