ডা. শামারুখ হত্যা : আপিলে স্বামী সাদাবের জামিন বহাল
প্রতিক্ষণ ডেস্ক
ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলায় নিহতের স্বামী সাদাবের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
সাদাবের আইনজীবীরা জানান, এ আদেশের ফলে সাদাবের জামিনে মুক্তিতে বাধা রইলো না। ডা. শামারুখ মাহজাবিনের স্বামী হুমায়ুন সুলতান সাদাব আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের ছেলে।
মামলায় গত ২ মার্চ হুমায়ুন সুলতান সাদাবকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল করেন সরকার পক্ষ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ নির্ধারিত সময়ের জন্য স্থগিত করেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়ে হাইকোর্টর জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
আদালতে সাদাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও মনসুরুল হক চৌধুরী।
গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির বাসভবনের বাথরুম থেকে ডা. শামারুখ মাহজাবিনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
হুমায়ুন সুলতান সাদাব বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ মামলার অপর আসামি তার বাবা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও সুলতানের স্ত্রী জামিনে রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/নূর