ডিএসইতে উর্ধ্বমুখী ধারায় লেনদেন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। সব ধরনের সূচক বেড়ে এক ঘন্টায় লেনদেন হয়েছে ৮৪ কোটি টাকা।
ডিএসই’র ওয়েব সাইটের তথ্যানুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির। আর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬২০ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি