ডিএসইতে লেনদেন কমেছে ৮%
অনলাইন ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার দিনশেষে সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের প্রথমভাগে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও পরে নিম্নমুখী হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন কমেছে ৮ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে ২০৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭০৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৬ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল, ব্রাক ব্যাংক, গ্রামীণফোন, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজিবাজার পাওয়ার এবং জিএসপি ফিন্যান্স লিমিটেড।
এদিন সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।