ডিজিটাল পদ্ধতিতে হবে কৃষি উৎপাদন
জেলা প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন যে, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে দেশের কৃষি উৎপাদন বাড়ানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এ জন্য সরকার এ পদ্ধতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্পিকার। কৃষি ক্ষেত্রে সাফল্যের কথা উল্লেখ করে স্পিকার বলেন, এ কৃতিত্ব দেশের কৃষকদের।
এর আগে, স্পিকার পীরগঞ্জ প্রেসক্লাবের লাইব্রেরি উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাল্যবিবাহ রোধে এক কর্মশালায় অংশ নেন তিনি। উপজেলা মহিলা খামারি সমাবেশেও তিনি বক্তব্য দেন। স্পিকার প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ