ডিবি কার্যালয়ে ফরহাদ মাজহার

প্রকাশঃ জুলাই ৪, ২০১৭ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুল ইসলাম।

এর আগে সকাল ৯টার দিকে যশোরের নোয়াপাড়া থেকে ঢাকার আদাবর থানায় আনা হয় ফরহাদ মজহারকে। সেখান থেকে পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর বাসা থেকে গতকাল ভোরে বের হয়ে ‘অপহৃত’ হন ফরহাদ মজহার। এর আধা ঘণ্টা পর তাঁর মুঠোফোন থেকে কল আসে স্ত্রী ফরিদা আখতারের মুঠোফোনে। কথা বলার সময় ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এর পর আরো কয়েকবার তাঁর মুঠোফোন থেকে স্ত্রীর মুঠোফোনে কল আসে।

সেই কলের সূত্র ধরে ফোন ট্র্যাক করে প্রথমে ফরহাদ মজহার মানিকগঞ্জে আছেন বলে জানা যায়। পরে দিনভর কোনো খোঁজ না পাওয়ার পর তিনি যশোরের নোয়াপাড়ায় আছেন বলে জানা যায়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G