ডিসিসি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মেয়র নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মনোনীত প্রার্থীরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য আওয়ামী লীগের মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন এবং উত্তরের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আনিসুল হক।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাদের দু’জনকে গণভবনে ডেকে নেন এবং কথা বলেন।
এর আগে মন্ত্রিসভার বৈঠকে উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হকের নাম চূড়ান্ত বলে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। এবং দক্ষিণের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ-হরতালের আন্দোলনের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী এপ্রিল-মে মাসের দিকে করার পরিকল্পনা করছে ইসি। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ নির্বাচন আয়োজনের অনুরোধ পায় কমিশন।
আট বছর ধরে ঝুলে আছে ডিসিসির নির্বাচন। বর্তমানে অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি।
অবিভক্ত ডিসিসির শেষ নির্বাচিত মেয়র ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা। ২০০৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচন হয়নি। এরপর ২০১১ সালে ডিসিসিকে দুই ভাগ করা হয়।
প্রতিক্ষণ /এডি/মাহমুদ