ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে শোভনের স্বাধীনতা

প্রথম প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Shovoner shadhinotaদু’ই বছর ধরে সুটিং কাজ সম্পন্ন করে ২০১৫-র শুরুতে এসে বিনা কর্তনে ছাড়পত্র পেলেও মুক্তির দেখা পায় নি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শোভনের স্বাধীনতা।

 যেহেতু এদেশে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মুক্তির সময় মার্চ, না হয় ডিসেম্বর। সেজন্যই আগামী ডিসেম্বরে  আসছে ফেরদৌস–নিপুন অভিনীত চলচ্চিত্র শোভনের স্বাধীনতা। মানিক মানবিক পরিচালিত প্রথম চলচ্চিত্রের প্রধান চরিত্র শোভনের ভূমিকায় অভিনয় করেছে রাইয়ান নামের এক কিশোর। ফেরদৌসকে পাওয়া যাবে মুক্তিযোদ্ধার ভূমিকায়।

 রশীদ হায়দারের শোভনের স্বাধীনতা উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে রাজাকার পিতা আতাউর রহমানের মেয়ের ভূমিকায় পাওয়া যাবে নিপুনকে। ১১ ডিসেম্বর মুক্তির আলো দেখবে ছবিটি। নির্মাতা বর্তমানে ছবির প্রচারণার দিকে মনযোগী হয়েছেন।

Shovoner shadhinota১ পুরান ঢাকার রোজ গার্ডেন, হাটখোলা, কেরানীগঞ্জের কলাতিয়া, সোনারগাঁয়ের পানামসিটি, মুন্সীগঞ্জের কলাকুপা বান্দুরার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়া এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

 ছবির শ্যুটিং শুরু ২০১২ সালে, শেষ ২০১৪ সালে। ২০১৫-র শুরুতে এসে বিনা কর্তনে ছাড়পত্র পেলেও মুক্তির দেখা পায় নি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শোভনের স্বাধীনতা। এদেশে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মুক্তির সময় মার্চ, নাহয় ডিসেম্বর। সেই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ফেরদৌস–নিপুন অভিনীত চলচ্চিত্র শোভনের স্বাধীনতা।

 মানিক মানবিক পরিচালিত প্রথম চলচ্চিত্রের প্রধান চরিত্র শোভনের ভূমিকায় অভিনয় করেছে রাইয়ান নামের এক কিশোর। ফেরদৌসকে পাওয়া যাবে মুক্তিযোদ্ধার ভূমিকায়। রশীদ হায়দারের শোভনের স্বাধীনতা উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে রাজাকার পিতা আতাউর রহমানের মেয়ের ভূমিকায় পাওয়া যাবে নিপুনকে।

 Shovoner shadhinota২১১ ডিসেম্বর মুক্তির আলো দেখবে ছবিটি। নির্মাতা বর্তমানে ছবির প্রচারণার দিকে মনযোগী হয়েছেন। পুরান ঢাকার রোজ গার্ডেন, হাটখোলা, কেরানীগঞ্জের কলাতিয়া, সোনারগাঁয়ের পানামসিটি, মুন্সীগঞ্জের কলাকুপা বান্দুরার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়া এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G