ডিসেম্বরে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন। আজ শুক্রবার তিনি এ তথ্য ঘোষণা দেন। পিডিবির চেয়ারম্যান বলেন, আগামী ডিসেম্বরে দেশে লোডশেডিং থাকবে না। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে, তখন কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে।
এর আগে, বৃহস্পতিবার এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।
প্রসঙ্গত, দেশে বিদ্যুতের ঘাটতি সমন্বয় করতে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।