ডি-৮ সম্মেলনে উদ্যোক্তাদের অংশগ্রহণে তেহরানের আহবান

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

Abbas-Veigi- amuইরানে অনুষ্ঠেয় চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করতে শিল্পমন্ত্রীর সহায়তা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের মান্যবর রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের মান্যবর রাষ্ট্রদূতের বৈঠককালে এ সহায়তা কামনা করেন।ভেইজি বলেন, বিশেষ করে বাংলাদেশের পেট্রো কেমিক্যাল শিল্পখাতের উদ্যোক্তারা এ সম্মেলনে অংশ নিলে দু’দেশের মধ্যে বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিনসহ শিল্প মন্ত্রণালয় এবং ইরান দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এসময় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি ডি-৮ শিল্প সহায়তা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সভার বিষয়ও আলোচনা হয়। ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য বাড়াতে এ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। সম্মিলিত উদ্যোগে এ সুযোগ কাজে লাগিয়ে সদস্য রাষ্ট্রগুলো লাভবান হতে পারে।

তিনি চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে আয়োজিত ওয়ার্কিং গ্রুপের বিভিন্ন সভায় বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়তার আশ্বাস দেন। এ লক্ষ্যে তিনি ইরানের চেম্বার ও ট্রেড বডির পক্ষ থেকে বাংলাদেশের চেম্বার ও ট্রেড বডির সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দেন মন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের উন্নয়ন সহযোগিতামূলক সংস্থা হিসেবে ডি-৮ পরিচিত। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুলের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে ডি-৮ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বিশ্বের প্রধান প্রধান মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন হিসেবে এটি ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। এর সদস্যভূক্ত ৮টি দেশ বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ১৩ ভাগ এবং সারা বিশ্বের মুসলিম জনসংখ্যার শতকরা ৬০ ভাগের প্রতিনিধিত্ব করে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের সাথে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্যের পরিমাণ ৫শ‘ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।২৬ থেকে ২৮ জানুয়ারি, ২০১৫ তেহরানে চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবেন। ২০১২ সালের ৮-১০ অক্টোবর ঢাকায় তৃতীয় ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/জবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G